বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

পূর্ব বর্ধমানের মেমারিতে মধুচক্রের হদিশ

Published on: January 12, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান :- গোপন সূত্রে খবর পেয়ে জাতীয় সড়কের ধারে একটি দোতলা বাড়িতে হানা
মেমারি থানা পুলিশের। ঘটনাটি মেমারি থানা অন্তর্গত কানাইডাঙ্গা এলাকার। মূলত মধুচক্র চালানোর অভিযোগে ৫ যুবককে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি ৮ জন মহিলাকে উদ্ধার করে পুলিশ।


5 জন অভিযুক্ত ব্যক্তিদের নাম মোহাম্মদ চাঁদ,বাড়ি কানাইডাঙ্গা এলাকায়। আনিসুর রহমান বাড়ি তিন্না ইলামপুর এলাকায়, মেমারী মহেশডাঙা ক্যাম্পএর দেবু বালা, রসুলপুরের শম্ভু ক্ষেত্রপাল এবং পূর্ব পলতার বিশ্বজিৎ মন্ডল। মেমারি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় এবং তাদের হাতেনাতে ধরে ফেলে, বুধবার নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে 5 জন অভিযুক্ত ব্যক্তিকে বর্ধমান আদালতে তোলা হয়।

Join Telegram

Join Now