উচ্চ মাধ্যমিক ও একাদশের সিলেবাস আরও কমালো সংসদ

উচ্চ মাধ্যমিক এবং একাদশের বাত্সরিক পরীক্ষার সিলেবাস (Syllabus) আরও কমিয়ে দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বৃহস্পতিবার বিবৃতি জারি করে নতুন সিলেবাসের কথা জানানো হয়েছে বিদ্যাসাগর ভবনের তরফে। এর আগে অগস্ট মাসে শিক্ষা দফতর উচ্চ মাধ্যমিক এবং একাদশের সিলেবাস কমিয়ে দিয়েছিল।বিস্তারিত সিলেবাস ওয়েবসাইটে দেওয়াও হয়েছিল। পুজোর আগেই ফের সিলেবাস কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে যে সমস্ত বিষয়গুলির থিওরিতে পূর্ণমান ৬০ বা তার কম (যেমন- মিউজিক, ফিজিকাল এডুকেশন, ভিসুয়াল আর্টস ইত্যাদি) সেই বিষয়গুলির সিলেবাস কমানো হচ্ছে না। এদিন দুটি পৃথক বিবৃতি দিয়ে শিক্ষা সংসদ বিজ্ঞান এবং অন্যান্য বিভাগের সিলেবাস জানিয়েছে। কী কী আছে তাতে? বিস্তারিত বিবৃতি এবং সিলেবাস উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে মিলবে।