বিনামূল্যে শিশুদের ১২ টি টিকা দেবে রাজ্য সরকার

প্রতিবছর নিউমোনিয়ার প্রকোপে রাজ্যের প্রায় ৮ লাখ শিশু প্রাণ হারায়। ব্যাকটেরিয়া ও ভাইরাস থেকে ছড়ায় এই রোগ। এই রোগের হাত থেকে বাঁচতে শিশুদের টিকা দেওয়া অত্যন্ত জরুরী। এতদিন বেসরকারি সেন্টার থেকে নিউমোকক্কাল (Pneumococcal) টিকা দেওয়া হতো।

যার জন্য বাচ্চার অভিভাবককে গুনতে হতো প্রায় ১,৫০০ থেকে ৪,০০০ টাকা। কিন্তু এবার থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) সুপারিশ মতো শিশুদের ১২টি টিকা বিনামূল্যে (Free Vaccine) দেবে রাজ্য সরকার (West Bengal Govt)।

শনিবার রাতে রাজ্য স্বাস্থ্যদপ্তরের হেলথ ডাইরেক্টরেটের প্রধান ডাঃ অসীম দাস মালাকার (Dr. Asim Das Malakar) বলেন, অক্টোবর থেকে এই টিকাগুলোকে রাজ্যের টিকাকরণ কর্মসূচির আওতায় নিয়ে আসা হবে।

যে ১২টি টিকা বিনামূল্যে দেওয়া হবে সেগুলি হল- পোলিও (Polio), এমআর-২, বিসিজি, হেপাটাইটিস বি (hepatitis B), ডিপিটি, এইচআইবি, রোটা ভাইরাস এবং নিউমোকক্কাল। এই টিকাগুলি দেওয়া হলে শিশুদের নিউমোনিয়া, মেননজাইটিস, কানের বিভিন্ন সংক্রমণ রুখে দেওয়া যাবে।

রাজ্য স্বাস্থ্য দপ্তর (State Health Departments) সূত্রে জানা গিয়েছে, প্রায় ১৫ লাখ শিশুকে এ টিকা দেওয়া হবে। শিশুর বয়স সাত মাসের কম হলে ৪টি, আট মাস হলে ৩টি, এক বছর বয়সে ২টি, দুই বছর বয়সে ১টি টিকা দিতে হয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনার তৃতীয় ধাক্কায় শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। এই টিকাগুলি দেওয়া থাকলে অনেকটা সুবিধা হতে পারে বলে মনে করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *