রাজু ঝা খুনের ঘটনায় চার্জশিট পেশ করল সিট
বর্ধমানে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনায় চার্জশিট পেশ করল সিট ১০৬ দিনের মাথায় চার্জশিট পেশ
বর্ধমানে কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ঘটনায় চার্জশিট পেশ করল সিট ১০৬ দিনের মাথায় চার্জশিট পেশ প্রসঙ্গগত উল্লেখ্য গত ১ এপ্রিল শক্তিগড়ে কয়লা মাফিয়া রাজু ঝাঁ কে গুলি করে খুন করে দুষ্কৃতীরা এই ঘটনা তদন্তের জন্য বারো সদস্যের সিট গঠন করা হয়েছিল।।
এখনো পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদের বিরুদ্ধে খুন , খুনের চেষ্টা এবং অস্ত্র আইনে মামলা করা হয়েছে।। সেই পরিপ্রেক্ষিতেই চার্জশিট তৈরি করেছে সিট।এখনও পর্যন্ত ৮০ জনকে সাক্ষীর উল্লেখ রয়েছে চার্জশিটে।
মোবাইল টাওয়ার লোকেশন, বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইস, এবং অন্যান্য বেশ কিছু সূত্র ধরে অপরাধীদের চিহ্নিত করে তদন্তকারীরা। যা চার্জশিটে উল্লেখ করা হয়েছে।এই ঘটনায় গ্রেফতার হয়েছে অভিজিৎ মন্ডল , ইন্দ্রজিৎ গিরি, লাল বাবু কুমার, মুকেশ কুমার, পবন কুমার ওরফে ভকত