খসে পড়ল সরকারী ভবনের ছাদের চাঙড়

নিম্নচাপের বৃষ্টির জেরে কোর্ট কম্পাউন্ড এলাকায় খসে পড়ল সরকারী ভবনের ছাদের চাঙড়। এই ঘটনায় রীতিমতো আতংক ছড়িয়ে পড়ে ওই ভবনে থাকা সরকারী কর্মীদের কো-অপারেটিভ অফিসের কর্মীদের মধ্যে। প্রতিদিনের মতই সোমবার “দি বার্ডওয়ান গভর্ণমেন্ট মিনিষ্টিরিয়াল অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড”-এর অফিস খোলেন শিবানন্দ ভট্টাচার্য।

অফিস খুলেই তিনি দেখেন ছাদের একাংশের চাঙড় খসে পড়েছে টেবিলের ওপর। এরই সঙ্গে খসেছে দেওয়ালের চাঙড়। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘরের মেরামতের জন্য জেলাশাসক-সহ বর্ধমান উন্নয়ন সংস্থার কাছেও আবেদন করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। অফিসের ফলস সিলিং জায়গায় জায়গায় ঝুলছে। যেকোনো মুহুর্তেই মাথায় খসে পড়তে পারে এই চাঙড়। আতংকে রয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *