বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

খসে পড়ল সরকারী ভবনের ছাদের চাঙড়

Published on: December 7, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

নিম্নচাপের বৃষ্টির জেরে কোর্ট কম্পাউন্ড এলাকায় খসে পড়ল সরকারী ভবনের ছাদের চাঙড়। এই ঘটনায় রীতিমতো আতংক ছড়িয়ে পড়ে ওই ভবনে থাকা সরকারী কর্মীদের কো-অপারেটিভ অফিসের কর্মীদের মধ্যে। প্রতিদিনের মতই সোমবার “দি বার্ডওয়ান গভর্ণমেন্ট মিনিষ্টিরিয়াল অফিসার্স কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড”-এর অফিস খোলেন শিবানন্দ ভট্টাচার্য।

অফিস খুলেই তিনি দেখেন ছাদের একাংশের চাঙড় খসে পড়েছে টেবিলের ওপর। এরই সঙ্গে খসেছে দেওয়ালের চাঙড়। তিনি জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘরের মেরামতের জন্য জেলাশাসক-সহ বর্ধমান উন্নয়ন সংস্থার কাছেও আবেদন করা হয়েছে। কিন্তু লাভ হয়নি। অফিসের ফলস সিলিং জায়গায় জায়গায় ঝুলছে। যেকোনো মুহুর্তেই মাথায় খসে পড়তে পারে এই চাঙড়। আতংকে রয়েছেন তাঁরা।

Join Telegram

Join Now