সাংগঠনিক বৈঠকে হাজির হলেন হুগলির সংসদ
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে হাজির হলেন হুগলির সংসদ তথা বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়
বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কার্যালয়ে সাংগঠনিক বৈঠকে হাজির হলেন হুগলির সংসদ তথা বিজেপির রাজ্য সম্পাদিকা লকেট চট্টোপাধ্যায়। এইদিন বর্ধমানের দলীয় কার্যালয়ে একটি সাংগঠনিক বৈঠক এর জন্য উপস্থিত হয়েছিলেন তিনি এবং সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে একাধিক তোপ দাগলেন।
এদিন তিনি বলেন একে একে সমস্ত তৃণমূল নেতারাই শ্রীঘরে ঢুকবে কয়লা পাচার, বালি পাচার, গরু পাচার বিভিন্ন কান্ডে। দলটা দুর্নীতিতে ভরে গেছে। পাশাপাশি তিনি তৃণমূলে যোগদান করা নিয়েও বলেন কে গেল তাতে কিছু এসে যায় না।
নরেন্দ্র মোদি আবার ক্ষমতায় আসবেন। পরে তাকে কলেজের অধ্যক্ষের চেয়ারে বসুধা কাকে নিয়ে প্রশ্ন করা হলে তিনি কটাক্ষ করেছেন রাজ্যের শাসকদলের। তিনি বলেন এটাই তৃণমূলের সংস্কৃতি। পুলিশের চেয়ারে অধ্যক্ষের চেয়ারে নিজেদের সর্বশ্রেষ্ঠ বলে মনে করেন তৃণমূল নেতারা। তারা সংস্কৃতি বানিয়ে রাজ্য চালাচ্ছেন।