ট্রেনের জেনারেল কামরায় হঠাৎ ই উঠে পড়লেন নয়া রেলমন্ত্রী

ট্রেন যাত্রার অভিজ্ঞতা কেমন? এ নিয়ে জনসাধারণের ফিডব্যাক পেতে সরাসরি যাত্রীদের সঙ্গে কথা বললেন নয়া রেলমন্ত্রী। বৃহস্পতিবার এমনটাই করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। যাত্রীদের পাশে বসে শুনলেন পরিষেবা এবং পরিচ্ছন্নতার বিষয়ে তাঁদের পরামর্শ।

আশীর্বাদ যাত্রা উপলক্ষে চার দিনের জন্য ওড়িশায় গিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ।ভুবনেশ্বর থেকে ট্রেনে করেই রায়গড়ে যান তিনি। সঙ্গে ছিলেন জনা কয়েক নিরাপত্তা রক্ষী ও আধিকারিক। এই সময়েই যাত্রাপথে সহযাত্রীদের পাশে বসে পড়েন তিনি। চলতে থাকে আলাপ-আলোচনা।

কখনও কথা বললেন রেলের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে, কখনও বা ব্যাখ্যা করলেন প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গি। যাত্রীদের কোনও অভাব-অভিযোগ আছে কিনা, তাও নির্দ্বিধায় জানাতে অনুরোধ করলেন। আর তারই মাঝে আদর করে দিলেন খুদে রেলযাত্রীকেও। কে বলবে, দেশের রেলমন্ত্রী তিনি!

একজন যাত্রী জানালেন, ‘রেলমন্ত্রীর রেলে চড়াটাই তো স্বাভাবিক। কিন্তু সত্যি বলতে এই প্রথম কোনও রেলমন্ত্রীকে রেলে এভাবে চড়তে দেখলাম। খুবই অবিস্মরণীয় অভিজ্ঞতা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *