এবার থেকে আধার কার্ডে থাকবেনা বাবা বা স্বামীর নাম
এবার আর আধার কার্ডে থাকবে না বাবা বা স্বামীর নাম। পরিবর্তে ‘কেয়ার অফ’ লেখা থাকবে। সম্প্রতি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়াকে (ইউআইডিএআই) উদ্ধৃত করে কয়েকটি প্রতিবেদনে একথা জানানো হয়েছে। এতদিন কারও আধার কার্ডে বাবা বা স্বামীর নাম লেখা থাকত। ইউআইডিএআইয়ের তরফে জানানো হয়েছে, শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে কার্ড ব্যবহার করা হবে।
এবার থেকে কোনও কার্ডের মাধ্যমে কোনও সম্পর্ক স্থির করা হবে না। কার্ডে দেওয়া হবে না বাবা বা স্বামীর নাম। এক ইউআইডিএআই আধিকারিক জানান, এবার থেকে বাবা ও স্বামীর পরিবর্তে ‘কেয়ার অফ’ লেখা থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র নিজের নাম এবং ঠিকানা দিয়ে আধার কার্ড আপডেট করা যাবে।