পুলিশের চেষ্টায় হারিয়ে যাওয়া ফোন ফেরৎ দেওয়া হলো
মালদাঃ- মালদা জেলা পুলিশের সার্বিক প্রয়াসে ও পুকুরিয়া থানার চেষ্টায় হারিয়ে যাওয়া ২১ টি মোবাইল ফোনসহ একটি ট্যাব উদ্ধার করে তুলে দেওয়া হল সেগুলীর প্রকৃত মালিকদের হাতে।
পুকুরিয়া থানার পুলিশ সূত্রে জানা যায় গত দুই-তিন মাসে আগে ফোন হারিয়ে যাবার কিছু অভিযোগ থানায় লিখিতভাবে জানানো হয় তারপরেই মালদা জেলা পুলিশের সার্বিক প্রয়াসের ও পুকুরিয়া থানার প্রচেষ্টায় হারিয়ে যাওয়া ফোন গুলো উদ্ধারের করাহয়।
আজ সেই ফোনগুলি উদ্ধারের পর সে ফোনগুলোর পুখুরিয়া থানা থেকে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয় আর হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলোর আবার ফিরে পেয়ে স্বাভাবিক ভাবেই খুশি ফোন মালিক গুলো ।
তারা মালদা জেলা পুলিশ ও পুকুরিয়া থানার এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছেন।