বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সাতটা নয় , রাত দশটা পর্যন্ত চলবে লোকাল ট্রেন

Published on: January 3, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

সাতটা নয়, রাত দশটা পর্যন্ত চলবে লোকাল ট্রেন (Local Train)। গতকালের নির্দেশ সংশোধন করে আজ নতুন নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। রাজ্য সরকারের নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, রাত দশটাতেই প্রান্তিক স্টেশন থেকে ট্রেন ছাড়বে। আজ থেকেই এই নির্দেশিকা কার্যকর করা হবে (Last Local Train Time)।তবে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে ট্রেন চালানোর নির্দেশ অপরিবর্তিত রয়েছে।

গতকাল রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছিল, সন্ধে সাতটা পর্যন্ত পঞ্চাশ শতাংশ লোকাল ট্রেন চালানো হবে। রাজ্যের এই নির্দেশ নিয়ে একদিকে যেমন নিত্যযাত্রীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছিল, তেমন বিভ্রান্তিও ছড়ায়।

কারণ রাজ্যের এই নির্দেশ মানতে গিয়ে দুই নিয়ম চালু করে পূর্ব এবং দক্ষিণ পূর্ব রেল। পূর্ব রেল জানিয়েছিল, সব স্টেশন থেকে সন্ধে সাতটায় ছাড়বে শেষ লোকাল। কিন্তু দক্ষিণ পূর্ব রেল সিদ্ধান্ত নেয়, তাদের শাখার সব লোকাল ট্রেনের যাত্রাই শেষ হবে সন্ধে সাতটা বা তার আগে।

এই নিয়ে এ দিন বিকেলে হাওড়া স্টেশনে যাত্রী বিক্ষোভও শুরু হয়। তার কিছুক্ষণের মধ্যেই নতুন নির্দেশিকা জারি করে রাজ্য সরকার। বিভ্রান্তি কাটাতে নতুন নির্দেশিকায় স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে, রাত দশটায় শিয়ালদহ, হাওড়ার মতো প্রান্তিক স্টেশনগুলি থেকে ছাড়বে লোকাল ট্রেন।

তবে রাজ্য সরকারের তরফে নির্দেশ জারি করা হলেও এ দিন সকাল থেকে সব লোকাল ট্রেনেই প্রতিদিনের মতো উপচে পড়া ভিড় চোখে পড়েছে। মানা হয়নি শারীরিক দূরত্ব বিধিও। তবুও দিনের শেষে ট্রেনের সংখ্যা বাড়ার খবর হাসি ফুটল নিত্যযাত্রীদের মুখে।

Join Telegram

Join Now