খুনি ষাঁড় গেল খোঁয়াড়ে

এক মাস ধরে কালনা শহরে দাপিয়ে বেড়ানো খুনি ষাঁড়কে শুক্রবার বন্দী করে পাঠানো হলো লিলুয়া পশু খোঁয়াড়ে

এক মাস ধরে কালনা শহরে দাপিয়ে বেড়ানো খুনি ষাঁড়কে শুক্রবার বন্দী করে পাঠানো হলো লিলুয়া পশু খোঁয়াড়ে। কালনা মহকুমা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তরের তিন ঘন্টার যৌথ প্রয়াসে ষাঁড়টি বন্দি হয়। উল্লেখ্য কালো রংয়ের এই ষাঁড়টি মাসখানেক আগে থেকে আক্রমণ চালাতে শুরু করে। কালনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের বদরতলার পরেশ মন্ডল এই ষাঁড়ের আক্রমণে প্রাণ হারিয়েছেন।

জীবন মন্ডল ও গোপাল সরকার গুরুতর আহত হয়ে হাসপাতলে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এছাড়াও বেশ কয়েকজনের উপরেও আক্রমণ হয়েছে বলে অভিযোগ। এই খুনি ষাঁড়টির কালনা পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের শ্যামগঞ্জ পাড়ার কীর্তনের মাঠে স্থায়ী ডেরা হলেও তাকে বিভিন্ন ওয়ার্ডে দেখা যেত। এই ষাঁড়ের ভয়ে মানুষ ঠিকমতো চলাফেরা করতে পারত না। সন্ধ্যার পরে তার হাকডাক খুবই বেড়ে যেতো বলে স্থানীয় নাগরিকরা জানান। ফলে স্থানীয় মানুষজন সন্ধ্যার পর ঘরের বাইরে বেরোতে সাহস করতেন না।

কয়েকদিন ধরেই কালনা মহকুমা শাসক সুরেশ কুমার জগতের কাছে অভিযোগ আসছিল। তিনি কালনা পৌরসভা, দমকল বাহিনী, প্রাণিসম্পদ দপ্তর, বনদপ্তর, পুলিশ প্রশাসনের সমন্বয় ঘটিয়ে শুক্রবার ষাঁড়টির ডেরা শ্যামগঞ্জের কীর্তনের মাঠে অভিযান চালান। প্রায় তিন ঘন্টার প্রচেষ্টায় ষাঁড়টিকে বন্দী করা সম্ভব হয়। ষাঁড়টি বন্দী হওয়াই কালনা শহরের মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *