আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

অনুষ্ঠিত হতে চলেছে খাল-বিল উৎসব

Published on: November 27, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

আগামী 25 ও 26 ডিসেম্বর পূর্বস্থলী 1 ব্লকের বাঁশদহ বিল ও তার সংলগ্ণ অঞ্চলে অনুষ্ঠিত হতে চলেছে খাল-বিল উৎসব। প্রতি বছরের ন্যায় এ বছরও 25 ডিসেম্বর সানাই এর সুরের মাধ্যমে এই উৎসব শুরু হবে যা চলবে 26 তারিখ পর্যন্ত বলে জানান প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ।

শ্রী দেব নাথ বলেন এ বছর শুধু খাল-বিল নয় তার সঙ্গে সংযুক্ত হয়েছে চুনো মাছ, পিঠেপুলি ও প্রাণী পালন এর মত বিষয়ও। এবারের তাই উৎসবের নাম দেয়া হয়েছে খাল-বিল চুনো মাছ, পিঠেপুলি ও প্রাণি প্রতিপালন উৎসব।

তিনি বলেন মুখ্যমন্ত্রী অনুপ্রেরণাতেই এই উৎসব শুরু হয়েছিল আজ তার ব্যাপ্তি রাজ্যস্তরে ছড়িয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন অঞ্চল থেকে বহু মানুষ বড়দিনের দিন এখানে উপস্থিত হয়ে উৎসবের স্বাদ নেয়। এ বছরও উৎসব ঘীরে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে ।

গ্রাম বাংলার বহু পুরনো মাছ বাঙালির পাত থেকে আজ হারিয়ে গেছে, সেই হারিয়ে যাওয়া মাছ চাষে উৎসাহ দিতে, তথা পিঠে পুলির মত একটি মিষ্টান্ন শিল্পকে তুলে ধরতে এবং প্রাণী প্রতিপালনে উৎসাহদানের উদ্দেশ্যেই প্রতিবছর এই মেলা আয়োজিত হয়ে আসছে বলে এদিন জানান স্বপন বাবু ।

Join Telegram

Join Now