বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

কান্নাভেজা কন্ঠে স্বর্গীয় শ্যামল দত্ত মহাশয়ের স্মৃতি চারন

Published on: August 2, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

আজ ২রা সেপ্টেম্বর, ২০২৩ পূর্ব বর্ধমান ২ ব্লকের অন্তর্গত সড্যা গ্রামে বহু মানুষের উপস্থিতিতে পালিত হল ঐ গ্রামের কৃতি সন্তান, পূর্ব বর্ধমান ২ পঞ্চায়েত সমিতির সভাপতি ও তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি স্বর্গীয় শ্যামল দত্ত মহাশয়ের দ্বিতীয় মৃত্যু দিবস। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করেন তাঁর সুযোগ্য সন্তান সপ্তদীপ দত্ত, তাঁর যোগ্য রাজনৈতিক উত্তরসূরি ও তৃণমূল কংগ্রেসের বরতমান ব্লক সভাপতি শ্রদ্ধেয় পরমেশ্বর কোঙার  মহাশয়, ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতিদ্বয় বাসুদেব দে ও সনৎ মন্ডল মহাশয়

,বিশিষ্ট তৃণমূল নেতৃত্ব সৌভিক পান,  অম্বিকা যশ, জয়দেব দে এবং বিশিষ্ট শিক্ষক সৌরেন্দ্রনাথ কোঙার মহাশয়। মাননীয় পরমেশ্বর কোঙার মহাশয়  কান্নাভেজা কন্ঠে স্বর্গীয় শ্যামল দত্ত মহাশয়ের স্মৃতি চারনা করেন। সেইসঙ্গে তিনি তাঁর সামাজিক কার্যাবলী ও মহিমান্বিত গুণাবলীর উপর আলোকপাত করেন।

বাসুদেব দে ও সনৎ মন্ডল মহাশয় আজকের দিনে শ্যামল দত্তর মত মানুষের প্রয়োজনীয়তার কথা বলন। সৌরেন্দ্রনাথ কোঙার মহাশয় কবির ভাষায় তাঁকে সরণ করে বলেন “এখনো  আমার মনে তোমার উজ্জ্বল উপস্থিতি/প্রত্যেক নিভৃত ক্ষণে মত্ততা ছড়ায় যথারীতি। ” তিনি মানুষ শ্যামল দত্ত মহাশয়ের মানবিক কাজের দৃষ্টান্ত তুলে ধরেন।

Join Telegram

Join Now