বছরের শেষে সুখবর , ভোজ্য তেলের দাম কমালো কেন্দ্রীয় সরকার

দেশ জুড়ে মুদ্রাস্ফীতির (Inflation) মধ্যে ভোজ্য তেলের (Edible Oil) দাম একধাক্কায় অনেকখানি কমিয়ে দিল কেন্দ্রীয় সরকার (Central Government)। সরকারের তরফে বৃহস্পতিবার জানানো হয়েছে, ভোজ্য তেলের দাম কমানো হচ্ছে ৩০ থেকে ৪০ শতাংশ। যে সংস্থাগুলি ভোজ্য তেল বিক্রি করে, তাদের বলা হয়েছে, এর পর থেকে ক্রেতারা যেন কম দামে ভোজ্য তেল পান।কেন্দ্রীয় খাদ্য ও গণ বন্টন মন্ত্রকের সচিব সুধাংশু পাণ্ডে রাজ্য সরকারগুলিকে নির্দেশ দিয়েছেন ভোজ্য তেল যাতে সর্বোচ্চ খুচরো দাম (ম্যাক্সিমাম রিটেল প্রাইস)-এ বিক্রি হয়, সেদিকে নজর রাখতে।

সুধাংশু পাণ্ডে বলেন, রান্নার তেলের ওপরে আমদানি শুল্ক প্রায় শূন্যে নামিয়ে আনা হয়েছে। এর ফলে বাজারে তেলের দাম কমবে ১৫ থেকে ২০ শতাংশ। অর্থাত্‍ যে কোনও ব্রান্ডের তেলের দাম কমবে ৩০ থেকে ৪০ শতাংশ। সরকার চায়, আমদানি শুল্ক কমানোর ফলে সাধারণ ক্রেতা লাভবান হন। ভোজ্য তেল বিক্রয়কারী সংস্থাগুলিকে বলা হয়েছে, তারা যেন তেলের বোতল অথবা প্যাকেটের গায়ে পরিবর্তিত সর্বোচ্চ খুচরো মূল্য উল্লেখ করে। পাণ্ডে জানিয়েছেন, আগামী দিনে ভোজ্য তেলের দাম আরও কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *