আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

ন্যায্য মূল্যের ওষুধের দোকান দ্বিতীয়বারের জন্য শুরু হলো মানিকচক হাসপাতালে

Published on: November 23, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

মালদা :- বিগত বছর খানেক আগে ন্যায্য মূল্যের ওষুধের দোকানটি হঠাৎ অজানা কারণে বন্ধ হয়ে যায় ফলে বিপাকে পড়েন রোগীদের পরিবার-পরিজনের লোকজনেরা তথা মানিকচক এলাকাবাসী ।

দীর্ঘ এক বছর পর আবার পুনরায় চালু হতে চলেছে মানিকচক গ্রামীণ হাসপাতাল ন্যায্য মূল্যের ওষুধের দোকান।পশ্চিমবঙ্গ সরকার ও ইউনিক মেডিসিন এজেন্সির তত্ত্বাবধানে খোলা হয়েছে হাসপাতাল চত্বরে ন্যায্য মূল্যে ওষুধের দোকান টি। দিবারাত্রি পরিষেবা পাওয়া যাবে বলে জানান দোকানের মালিক।

এদিন ঘটা করে উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য আধিকারিক সহ মানিকচক বিডিও, মানিকচক থানার আইসি সহ মানিকচক বিধায়িকা।এ বিষয়ে জেলা স্বাস্থ্য আধিকারিক জানান ন্যায্য মূল্যের দোকান টি পুনরায় চালু হলে সুবিধা পাবে এলাকার মানুষ।

69.25% ওষুধের ওপর ছাড় পাবে এলাকার মানুষ।কলের সুবিধা হবে হাসপাতালে ভর্তি থাকা রোগীর পরিবার পরিজন সুবিধা পাবে এলাকার গরিব মানুষ। এই ওষুধের সঙ্গে বাইরের দোকানের ওষুধের কোন তফাৎ নেই। সবই এক বরঞ্চ অনেক বেশি সুবিধা পাবে এলাকাবাসী।

Join Telegram

Join Now