তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে করা হলো অনুদান বাক্স
পূর্ব বর্ধমান শহর বর্ধমান এ খাগড়াগড় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কারা হলো একটি অনুদান বাক্স । আর সেই বাক্সতে অনুদান সাধারণ মানুষ থেকে শুরু করে তৃণমূলের কর্মীরা করে থাকেন যাতে অসময়ে সেই টাকাটি কাজে লাগে । ওই রাস্তার ওপর থেকে যাওয়া মানুষ যে যার খুশি অনুদান দিয়ে যাচ্ছেন তাদের এই উদ্যোগ একেবারে অন্যরকম বার্তা দিচ্ছে সাধারণ মানুষকে ।
অন্যান্য সংগঠনের নেতৃত্ব দের কাছে বিভিন্ন রকম অভিযোগ যেটা জানা যায় যেকোনো রাজনৈতিক অনুষ্ঠান কর্মসূচি হলে । এলাকায় কোন গরীব দু:স্থ মানুষদের সহযোগিতার জন্য বেশকিছু ব্যবসা দারের কাছে হাত পাততে হয় এবং তা নিয়ে নানান রকম সমালোচনা রাজনৈতিক মহলে এবং সাধারণ মানুষের কাছে দেখা যায় কিছু কিছু জায়গায় তোলাবাজির অভিযোগ উঠে আসে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে । কিন্তু বর্ধমান খাগড়াগড় এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে একেবারে অন্যরকম মাত্রা সাধারণ মানুষ কাছে ।
পার্টির কর্মীরাও যে যা খুশি অনুদান করছেন ওই বক্সে , এলাকার মানুষের কোন সুবিধা অসুবিধা হলে তাদের কাছে অভাব অভিযোগ জানালে তৃণমূলের কর্মীরা সেই বাক্স থেকে সেই অনুদান বের করে সাহায্যের হাত বাড়িয়ে দেন বলে জানিয়েছেন ওখানকার তৃণমূলের যুব কর্মীরা । এবারে যে উদ্যোগ নেয়া হয়েছে কম্বল বিতরণ করা হবে কয়েক দিনের মধ্যেই ওই অনুদান টাকা থেকে ।