সীমান্তের সোনাই নদী থেকে বাংলাদেশী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার
অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল স্বরূপনগর থানা পুলিশ
বসিরহাটের স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ হাকিমপুর সীমান্তের সোনাই নদী থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল স্বরূপনগর থানা পুলিশ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় এদিন এলাকাবাসীরা প্রথমে দেখতে পাই, সোনাই নদীতে বছর পঞ্চাশের এক ব্যক্তির মৃতদেহ ভাসতে। এরপর খবর দেয় স্বরূপনগর থানা পুলিশকে।
ঘটনাস্থলে স্বরূপনগর থানা পুলিশ এসে ওই মৃতদেহটি উদ্ধার করে।পুলিশের প্রাথমিক অনুমান যেহেতু সোনাই নদীর দুই দেশের মধ্যে অবস্থিত এবং মৃত ব্যক্তির পরনে যে লুঙ্গিটির আছে সেটি সম্ভবত বাংলাদেশের লুঙ্গি তাই ওপার বাংলা থেকে মৃতদেহ ভেসে এসেছে বলেও পুলিশের প্রাথমিক অনুমান। মৃতদেহটি উদ্ধার করে ময়নায় তদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতাল পুলিশ মর্গে নিয়ে আসে স্বরুপনগর থানা।
ইতিমধ্যেই স্বরূপনগর থানা পুলিশের পক্ষ থেকে পুরো বিষয়টি তদন্ত শুরু করা হয়েছে নাম পরিচয় পাওয়ার জন্য। সীমান্তরক্ষী বাহিনী ও বাংলাদেশ বিজিবি কে জানানো হয়েছে স্বরুপনগর থানা পুলিশের পক্ষ থেকে মৃত ব্যক্তির নাম পরিচয় পাওয়ার জন্য।