বাংলার নাম উজ্জ্বল করেছে বর্ধমান শহরের কন্যা
আন্তর্জাতিক ক্ষেত্রে স্থান অধিকার করে বাংলা ও ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে বর্ধমান শহরের কন্যা ভারতবর্ষের মাটির ছাড়িয়ে থাইল্যান্ডের ব্যাংকক শহরের
আন্তর্জাতিক ক্ষেত্রে স্থান অধিকার করে বাংলা ও ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছে বর্ধমান শহরের কন্যা ভারতবর্ষের মাটির ছাড়িয়ে থাইল্যান্ডের ব্যাংকক শহরের দর্শকে ঠাসা ও পন্ডিত বিচারকদের বিবেচনায় বর্ধমানের কন্যা নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বর্ধমান শহরের তিন নাম্বার ওয়ার্ডের জোড়া মন্দির এলাকার বাসিন্দার ছোট্ট নৃত্যশিল্পী কিংকিনি চ্যাটার্জী গোটা বাংলার গর্ব।
বর্ধমান শহরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী কিংকিনি। ছোটবেলা থেকেই নাচতে ভীষণ ভালোবাসে সে। তাই তার এই প্রতিভা গোটা বর্ধমান শহর কে করেছে গর্বিত। ছোট্ট নৃত্য শিল্পী সংবর্ধনা দিতে উপস্থিত হয়েছিলেন শনিবার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। ফুলের তোড়া, ও উত্তরীয়, মিষ্টি এবং উপহার দিয়ে কিঙ্কিণী কে সংবর্ধিত করেন বিধায়ক খোকন দাস।
বিধায়ক খোকন দাস ছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের পৌরমাতা চায়না কুমারী, বর্ধমান পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের পৌরপিতা নুরুল আলম সহ রাজু মিশ্র ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছোট্ট নৃত্যশিল্পী কিংকিনি বিধায়কের কাছ থেকে এই সম্বর্ধনা পেয়ে জানালো