দুয়ারে কড়া নাড়ছে ঘূর্ণিঝড়

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত ও নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে অবশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেই ঘূর্ণিঝড়ের নাম অশনি বলে জানা গেছে এবং সেই ঘূর্ণিঝড় এখন অন্ধপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণবাত ও নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে অবশেষে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে সেই ঘূর্ণিঝড়ের নাম অশনি বলে জানা গেছে এবং সেই ঘূর্ণিঝড় এখন অন্ধপ্রদেশ উপকূলের দিকে এগোচ্ছে দুয়ারে কড়া নাড়ছে ঘূর্ণিঝড় এবং সেই ঘূর্ণিঝড়ের সঙ্গে যে মেঘ ধুঁকছে বায়ুমন্ডলে দক্ষিণবঙ্গে বায়ুমন্ডলে সেই মেঘ থেকে সৃষ্টি হচ্ছে বৃষ্টি এবং যখন বৃষ্টি হচ্ছে

 

তখন ভালো রকম ভাবে বৃষ্টি হচ্ছে এবং যখন হচ্ছে না তখন কড়াভাবে রোদ উঠছে এবং এই কড়া রোদ্দুরের মধ্যে বেড়েছে ভ্যাপসা গরম এবং এই গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের সেই জন্য তারা ভিড় করছেন আখের রসে দোকানে  ঠাণ্ডা শরবত এর দোকানে , শয়তান মানুষের বক্তব্য যে তার জমিতে এখনো পর্যন্ত ধান কাটা শেষ হয়নি এখন যদি ঝড় বৃষ্টি হয় সেখানে ধানের প্রচন্ড রকম ক্ষতি হওয়ার আশঙ্কাও রয়েছে বলে জানান তিনি । রাজ্য সরকার এবং জেলা প্রশাসন সমস্ত রকম সাবধান মূলক ব্যবস্থা নিয়েছে এই ঘূর্ণিঝড়ের জন্য ।

 

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী তিন-চার দিন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে জানা গেছে আবার দপ্তর সূত্রে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *