পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণাবর্ত
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণাবর্ত বদলে যাবে আবহাওয়া
গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শক্তিশালী হয়ে উঠেছে ঘূর্ণাবর্ত বদলে যাবে আবহাওয়া। এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকবে ৩ দিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা । দুর্যোগের আভাস পশ্চিমবঙ্গের উপরে এর জেরেই বাংলায় বৃষ্টি চলবে টানা সাত দিন । দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় জারি হয়েছে সতর্কতা। কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় । দমকা ঝোড়ো বাতাস বইতে পারে ৬০ কিলোমিটার গতিবেগে । কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্র বিদ্যুৎ সহ চলবে বৃষ্টি । সর্বত্র দক্ষিণবঙ্গে জারি কমলা সতর্কতা বিকেলের পর বইতে পারে ৩০ কিলোমিটার বেগে দমকা হাওয়া গোটা রাজ্যেই বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা মঙ্গল ও বুধবার । ২৩ এবং ২৪ তারিখও সর্বত্র হালকা বৃষ্টির সম্ভাবনা । দার্জিলিং ও কালিম্পঙে অপেক্ষাকৃত বেশি বৃষ্টির সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর জানিয়েছে । মঙ্গলবার উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পঙের কয়েকটি অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা ৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার হতে পারে বৃষ্টি ।বইতে পারে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া । উত্তরবঙ্গের সমস্ত জেলায় জারি থাকবে সতর্কতা।