আগামী কয়েক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে চলবে সিপিআই(এম) জেলা সম্মেলন
আগামী কয়েক সপ্তাহ ধরে রাজ্য জুড়ে চলবে সিপিআই(এম) জেলা সম্মেলন। গত ৪-৫ ডিসেম্বর দক্ষিণ দিনাজপুর জেলা সম্মেলনের মধ্যে দিয়ে রাজ্যে শুরু হয়েছে সিপিআই(এম) জেলা সম্মেলন। পশ্চিমবঙ্গে জেলা সম্মেলন শেষ হবে আগামী ২৫ জানুয়ারি। শেষ জেলা সম্মেলন হবে হাওড়া জেলার। জেলা সম্মেলন শেষে আগামী বছরের ১৯ থেকে ২১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন।
আজ ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হচ্ছে কালিম্পং ডিওসি-র জেলা সম্মেলন। ১১-১২ ডিসেম্বর জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে দার্জিলিং, উত্তর দিনাজপুর এবং পুরুলিয়া জেলার। শিলিগুড়ি, রায়গঞ্জ এবং পুরুলিয়া শহরে হবে এই সম্মেলন। এরপরেই ১৩-১৪ ডিসেম্বর বীরভূম জেলার সম্মেলন হবে সিউড়িতে। ১৯-২১ ডিসেম্বর হুগলী জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে আরামবাগে। ২৩-২৪ ডিসেম্বর সম্মেলন হওয়ার কথা আলিপুরদুয়ারে।
ডিসেম্বর মাসের ২৫-২৬ তারিখে পূর্ব বর্ধমান জেলার বর্ধমানে অনুষ্ঠিত হবে সম্মেলন। ২৬-২৭ ডিসেম্বর জলপাইগুড়ি জেলা সম্মেলন হবে ধূপগুড়িতে। ২৭-২৮ ডিসেম্বর পশ্চিম বর্ধমান জেলার সম্মেলন হবে রানীগঞ্জ। ৩০-৩১ ডিসেম্বর কৃষ্ণনগরে অনুষ্ঠিত হবে নদীয়া জেলা সম্মেলন। একই দিনে বিষ্ণুপুরে অনুষ্ঠিত হবে বাঁকুড়া জেলা সম্মেলন।
আগামী বছরের ১-২ জানুয়ারি ঝাড়গ্রামে ঝাড়গ্রাম জেলা সম্মেলন এবং কোচবিহারে কোচবিহার জেলা সম্মেলন। ৪-৫ জানুয়ারি মুর্শিদাবাদ জেলা সম্মেলন হবে বহরমপুরে। ১০-১১ জানুয়ারী ডেবরাতে পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন এবং ১৪-১৬ জানুয়ারি নৈহাটীতে উত্তর ২৪ পরগণা জেলা সম্মেলন।
১৬-১৮ জানুয়ারি জয়নগরে দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। ১৭-১৯ জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন হবে দীঘাতে। ১৯-২০ জানুয়ারি মালদা টাউন হলে মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে। কলকাতা জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২১-২৩ জানুয়ারি প্রমোদ দাশগুপ্ত ভবনে। হাওড়া জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে ২৪-২৫ জানুয়ারি জেলা দলের জেলা দপ্তরে।