বৃহস্পতিবার পেশ হবে রাজ্য বাজেট তার আগেই হাওড়া জেলা সহ আরও কয়েকটি জেলার জন্য কল্পতরূ হয়ে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার হাওড়ার সাঁতরাগাছিতে আয়োজিত শিলান্যাস ও উদ্বোধন কর্মসূচির অনুষ্ঠান থেকে তিনি ভার্চুয়াল ভাবে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করেন। একই সঙ্গে আরও অনেকগুলি প্রকল্পের শিলান্যাস করেন। তিনি তার বক্তব্যের মধ্যে দিয়েই বারে বারে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা তুলে ধরেন। মুখ্যমন্ত্রী বলেন ১০০ দিনের কাজ থেকে শুরু করে গ্রামীণ রাস্তা নির্মাণ বাংলা বাড়ি প্রকল্প সহ বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ প্রথম ছিল। কেন্দ্রীয় সরকার এই প্রকল্প গুলি বন্ধ করে দিয়েছে।

তারা ১০০ দিনের শ্রমিকদের টাকাও আটকে দিয়েছে। তবুও রাজ্য সরকার ১০০ দিনের প্রকল্পে কাজ করা শ্রমিকদেরকে টাকা পাঠাবেন বলে তিনি জানান। তিনি বলেন, বামফ্রন্টের চলে যাওয়ার সময় বহু প্রাতঃস্মরণীয় ব্যক্তির পদধলি ধন্য হাওড়া জেলায় কিছুই ছিল না। মা মাটি মানুষের সরকার আসার পর বিভিন্ন ক্ষেত্রে জেলার উন্নতি করা হয়। বর্তমানে জেলার প্রায় ৯৫ শতাংশ মানুষের হাতে রাজ্য সরকার কিছু না কিছু দিয়েছে। এদিনের অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী হাওড়া জেলার জন্য একগুচ্ছ প্রকল্প উদ্বোধন করেন। তার মধ্যে পরিবহন উল্লেখযোগ্য। এই ক্ষেত্রে ২৫২ কোটিরও ৫০ লক্ষ টাকা দিয়ে ৭৪ টি প্রকল্পের সূচনা করেন।

তিনি জানিয়েছেন হাওড়া সবং এবং বিরাটিতে ১৫ কোটি ৬২ লক্ষ টাকা ব্যয়ে তিনটি নতুন ফাইলস স্টেশন হবে। এদিন মুখ্যমন্ত্রী হাওড়ার উন্নয়নে ৭০০ কোটি টাকা প্রকল্পের শিলান্যাস করেন। আমতা হাসপাতালের উন্নয়নের জন্য ৩৭ কোটি ৩৫ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। শ্যামপুরে বাড়ি বাড়ি পাইপ ওয়াটার সাপ্লাই স্কিমের জন্য ১৭ কোটি ১৬ লক্ষ টাকা মজুর করা হয়েছে। হাওড়া পুর নিগম এলাকার গৃহহীন মানুষদের জন্য ১ কোটি ৬৪ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। এছাড়াও তুমি এদিন আরো অসংখ্য প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন।