দীপাবলীর আগে বড় ঘোষণা মোদী সরকারের

দীপাবলীর আগে বড় ঘোষণা মোদী সরকাররের। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (DA) ৩ শতাংশ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার। এদিন অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর এই ঘোষণা করেছেন। ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা ২৮ শতাংশ থেকে বেড়ে হল ৩১ শতাংশ।এদিন অনুরাগ জানিয়েছেন, এই সিদ্ধান্তের ফলে আর্থিক ভাবে উপকৃত হবেন কর্মরত ও অবসরপ্রাপ্ত ৪৭ লক্ষ ১৪ হাজার কর্মচারী।
৩ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারের মাইনে দিতে অতিরিক্ত বার্ষিক খরচ হবে ৯ হাজার ৪৮৮ কোটি টাকা। কোভিডের জন্য মাঝে একটা বছর মহার্ঘভাতা দেয়নি দিল্লি। চলতি বছরের জুলাই মাসেই কেন্দ্রীয় সরকার ১৭ শতাংশ ডিএ বাড়িয়েছিল কর্মচারীদের। এবার আরও তিন শতাংশ বৃদ্ধি পেল মহার্ঘভাতা। ফলে ১১ শতাংশ থেকে ৩১ শতাংশে পৌঁছল কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা।