বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

লোন শোধ করতে না পারায় হাস্কিং মিল বাজেয়াপ্ত করলো ব্যাঙ্ক

Published on: December 24, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

আজ শুক্রবার বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই দুই নং অঞ্চলে ঝিকনাড়া গ্রামে বোঁয়াই চন্ডি বর্ধমান রোডে মর্ডানাইজ হাস্কিং মিল কে বাজেয়াপ্ত করলো এসবিআই ব্যাঙ্কের পৃর্ববর্ধমান জেলারSARB বর্ধমান ব্যাংকের শাখার স্টাপেরা। এই ঘটনার জেরে এলাকায় একটা চাপা উত্তেজনা তৈরি হয়। ইন্দাস থানার বিশাল পুলিশ বাহিনী ও ইন্দাস ব্লকের বিডিও মানসী ভদ্র চক্রবর্তী উপস্থিতিতে ব্যাংকের আধিকারিকরা ওই মিলকে শিল করে।

বিশেষ সূত্র মারফত যানা গেছে ওই এসবিআই ব্যাংকে কয়েকলক্ষ টাকা লোন করেছিলেন মিলের মালিক সেই দেনা তিনি শোধ করতে না পারায় সেই জন্যে ব্যাংকের তরফ থেকে মিলটি শিল করে দেওয়া হয়। ওই ব্যাংকের এক আধিকারিক বলেন, ওই মিল মালিক ব্যাংকের কাছ থেকে লোন নিয়েছিলেন। তিনি শোধ করতে পারেনি। তিনি আরও যানান যে ডি এম এর অনুমতি নিয়ে আর ইন্দাস থানার পুলিশের সাথে ও ইন্দাসের বিডিও উপস্থিতি তে মিলটি সীল করা হয়।

Join Telegram

Join Now