নদী থেকে শিশুর মৃতদেহ উদ্ধার
মালদা:- গত ৫ই সেপ্টেম্বর পুরাতন মালদার খয়রাতি পাড়ার রমজান শেখ নামে সাত বছরের এক শিশু মহানন্দ ভবনের পেছনে মহানন্দা নদীতে স্নান করতে নেমে ডুবে যায়। ডুবুরি ও স্পিড বোট নামিয়ে বহু খোঁজাখুঁজির পরও মেলেনি বডি। অবশেষে প্রায় তিন দিন পর বাংলাদেশের ভোলাহাট থানার আন্ডারে ভেসে যাওয়া মৃতদেহ উদ্ধার হয়।
সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর পেয়ে তৎপরতার শহীদ মালদা থানার আইসি ভোলাহাট থানা ওসির সঙ্গে যোগাযোগ করে বিএসএফের কাছে দরখাস্ত করে। বিএসএফ বাংলাদেশ বর্ডার গার্ড সঙ্গে যোগাযোগ করে ও সরকারি নিয়ম মেনে মঙ্গলবার সন্ধ্যাবেলা রমজান শেখের মৃতদেহ উদ্ধার করে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। পরে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে।
মালদা পুলিশ প্রশাসনের তৎপরতায় মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়াই পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন মৃতের পরিবার সহ স্থানীয় লোকজন।