বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

সারা ভারত ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিলো ইউনাইটেড ফোরাম অব্ ব্যাংক ইউনিয়ন

Published on: December 16, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

ভারত বর্ষের অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার দাবীতে বৃহস্পতি ও শুক্রবার সারা ভারত ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিলো ইউনাইটেড ফোরাম অব্ ব্যাংক ইউনিয়ন।ব্যাঙ্কের গেটে তালা মেরে বিক্ষোভ দেখান ব্যাংক কর্মীরা।ব্যাংক ধর্মঘটের কারনে চরম সমস্যায় পরেছেন গ্রাহকরা।ব্যাংকের গেটের সামনেথেকেই ফিরে যেতে হচ্ছে গ্রাহকদের।

অল ইন্ডিয়া ব্যাংক অফিস্যার কনফিকেশনের সর্ব ভারতীয় এডমিনিস্টেটিভ সেক্রেটারি এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া অফিস্যাস সার্কেল বেঙ্গলের বর্ধমান মডেলের চিপ সেক্রেটারি প্রবীর সরকেল বলেন গত বাজেট অধিবেশনে ভারতবর্ষের অর্থমন্ত্রী দুটি ব্যাংক বেসরকারী করনের ঘোষনা করেছিলেন। বাদল অধিবেশনে সেটি কার্যকারী হয়নি।

কিন্তু লক্ষকরে দেখাগেছে শীত কালীন অধিবেশনে সেই বিল আনার লিষ্টেড করা হয়েছে।এরি প্রতিবাদে আজ এবং আগামীকাল সারা ভারত ব্যাংক ঘর্মঘট।এই বন্ধটা সাধারণ মানুষের জন্যই বলে জানান তিনি।প্রবীর বাবু আরো বলেন ভারত বর্ষের অর্থনৈতিক সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষার দাবীতে এই ধর্মঘট বলে জানান তিনি।

Join Telegram

Join Now