টার্গেট কমে ২৪-এ

বাংলার টার্গেট কমালেন শাহ

কত আসন পাবে বিজেপি  বাংলা থেকে ?বিজেপির ভোট ম্যানেজার অমিত শাহ খোদ বিভ্রান্ত। টার্গেট দিয়েছিলেন  ৩৫ আসন,কমিয়ে আনেন তিরিশে,সেটা কমিয়ে ২৪-এ নামিয়ে আনলেন।ANI-কে দেওয়াএক সাক্ষাৎকারে শাহ বলছেন, “বাংলার মানুষের মধ্যে ক্ষোভ জমছে। মমতার সরকারকে উপড়ে ফেলে দেওয়া সময়ের অপেক্ষা। বাংলার মানুষ নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপিকে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা দেবে।”

বাংলায় আমরা ২৪ থেকে ৩০টি আসন জিতব এখনও নিজের বক্তব্যে অনড়।এপ্রিল মাসে সিউড়িতে  প্রকাশ্য সমাবেশে বাংলা থেকে বিজেপি ৩৫ আসন পাবে বলে দাবি করেন।আদৌ কি বাস্তবসম্মত?জল মেশানো রিপোর্ট দিল্লিতে পাঠানো হচ্ছে। সেটা বুঝতে পারেন অমিত শাহ।২৪-৩০ আসন পাবে বিজেপি।আসনের টার্গেট কমে হয়েছে ২৪। খারাপ ফলের পূর্বাভাস পেয়েই চার দফার নির্বাচনের পর অমিত শাহ টার্গেট কমাচ্ছেন?

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *