নবমীর দিনে পুজিত হচ্ছেন সোনার দেবী দুর্গার মূর্তির

মঙ্গলবার প্রত্যেক বছরের ন্যায় এবছরও পুজো নবমীর দিনে পূজিত হচ্ছেন মা দুর্গা।তবে জানা গেছে মা দুর্গা মাগোস্বামীর ধাম এলাকায় প্রত্যেক বছর নবমীর দিনে সাড়ম্বরের সহিত এই পুজো করা হয়।বছরে মাত্র একটি দিনই এই পূজো জাঁকজমকপূর্ণ ভাবে হয়ে থাকে। এই সোনার প্রতিমা অনেক পুরনো বলে জানা গেছে‌। মা দুর্গাকে ভক্তি ভরে পুজো দেওয়ার পাশাপাশি মায়ের দর্শনের … Read more