স্বস্তি পেল মহকুমাবাসী, মালদার চাঁচলে করোনা হাসপাতালের উদ্বোধন করলেন জেলাশাসক
মালদা : ৬৩ কিমি দূরত্ব মালদা শহরে গিয়ে আর চিকিৎসা করতে হবে না।এবার এলাকাতেই মিললো করোনা হাসপাতাল।সরকারের এমন উদ্যোগে খুশি চাঁচল মহকুমার হরিশ্চন্দ্রপুর,চাঁচল ও রতুয়া থানা এলাকার লক্ষাধিক বাসিন্দার মধ্যে।মালদহের চাঁচলের পুরোনো গ্রামীন হাসপাতালকে করোনা হাসপাতাল করা হল।সোমবার ওই হাসপাতালের উদ্বোধন করেন মালদা জেলা শাসক রাজর্ষি মিত্র।এদিন বিকেলে করোনা হাসপাতাল উদ্বোধনের পাশাপাশি চাঁচল সুপার স্পেশালিটি।হাসপাতালের … Read more