স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার নামে ‘জালিয়াতি’র অভিযোগ
বাঁকুড়াঃ স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার নামে ‘জালিয়াতি’র অভিযোগে বাঁকুড়ার তিনটি বেসরকারী নার্সিং হোমকে শোকজ করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর। খবরে প্রকাশ এই তালিকায় সোনামুখীর বিজয়কৃষ্ণ নার্সিং হোম, গ্লোকাল হাসপাতাল ও ওন্দার আনন্দময়ী নার্সিং হোমের নাম রয়েছে। তবে সোনামুখীর বিজয়কৃষ্ণ নার্সিং হোম কর্তৃপক্ষের তরফে রাজ্য সরকারের তরফে ‘সাময়িক নার্সিং হোম’ বন্ধের কথা স্বীকার করা হলেও ‘গ্লোকাল হাসপাতালে’র … Read more