কলকাতাতে আসতে পারেন নরেন্দ্র মোদি
কলকাতায় ভোট ২৬ ও ২৯ এপ্রিল। তার আগে ২৩ অথবা ২৪ এপ্রিল কলকাতাতে আসতে পারেন নরেন্দ্র মোদি। তবে এবার শুধু জনসভা নয়, উত্তর ও দক্ষিণ কলকাতায় করবেন পদযাত্রাও। নিরাপত্তাজনিত কারণে এতদিন পদযাত্রা না করলেও সূত্র মারফত্ খবর, বাঙালি ভোটবাক্সে গেরুয়া আধিপত্য বিস্তারে মহানগরের রাজপথে হাঁটবেন মোদি। এই পদযাত্রা কলকাতা বন্দর বা চৌরঙ্গী কেন্দ্রে হতে পারে … Read more