প্রচুর পরিমাণ দেশী ও বিদেশী মদ উদ্ধার,ধৃত ১
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রের খবর পেয়ে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত তুলসিহাটা মস্তান মোড় এলাকা থেকে প্রচুর পরিমাণে দেশী ও বিদেশী মদ উদ্ধারের পাশাপাশি এক জনকে গ্রেফতার করে আদালতে তুললো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানাগেছে ধৃতের নাম রাধে শ্যাম মহলদার(৩৮)।বাড়ি তুলসিহাটার মস্তান মোড় এলাকায়।সূত্রের খবরে আরো জানাগেছে, করোনা মোকাবিলায় চলা লকডাউনে সম্পূর্ণ রূপে মদের দোকান বন্ধ … Read more