জামাইষষ্ঠীর দিন নিজ হাতে আবর্জনা তুলে ডাস্টবিনে ফেললেন মহকুমাশাসক
মালদা-নিজ হাতে আবর্জনা তুলে ডাস্টবিনে ফেললেন মহকুমাশাসক।তারপরেই গোটা শহর জুড়ে ছড়ালেন জীবানুনাশক ব্লিচিং পাউডার।এইভাবেই বুধবার জামাইষষ্ঠীর দিন কাজে উদ্যত হলেন চাঁচলের মহকুমা শাসক সঞ্জয় পাল। পাশাপাশি নোংরা আবর্জনা ফেলা নিয়ে চাঁচল স্ট্যান্ডে ফুটপাত ব্যবসায়ী ফল বিক্রেতাদের কড়া সতর্ক বার্তা করলেন মহকুমা শাসক। মূলত,গত তিনদিন ধরেই চাঁচলের মূল নিকাশি ব্যবস্থা মরা মহানন্দা নদী সংস্কারের কাজে হাত … Read more