কোতুলপুর রেড ভলেন্টিয়ার্সের তরফে সবজি বাজার মাছ বাজার সম্পূর্ণ স্যানিটাইজার করা হল
বাঁকুড়াঃ করোনা আবহে রাজ্য জুড়ে মানুষের সাথে মানুষের পাশে রেড ভল্যান্টিয়ারের সদস্যরা। বামপন্থী ছাত্র যুবদের তৈরী এই সংগঠনের সদস্যরা করোনাক্রান্তদের মানুষের সাহায্যের জন্য তৈরী। যেকোন প্রয়োজনে অতন্দ্র প্রহরীর মতো কাজ করছেন তারা।রবিবার কোতুলপুর রেড ভলেন্টিয়ার্সের তরফে সবজি বাজার মাছ বাজার সম্পূর্ণ স্যানিটাইজার করা হয়। রেড ভলান্টিয়ার্স বলেন, স্যানিটাইজার কাজ শুরু হয়েছে ও আগামীদিনেও চলবে। এদিন … Read more