থমথমে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের তাজপুর গ্রাম
বাঁকুড়া : গতকালের সংঘর্ষের পর আজো থমথমে বাঁকুড়ার বড়জোড়া বিধানসভা কেন্দ্রের তাজপুর গ্রাম । গতকাল রাতে এই গ্রামেই হামলা চালায় শতাধিক সশত্র দুস্কৃতি। বেশ কয়েকজন গ্রামবাসীকে মারধরের পাশাপাশি তাজপুর গ্রামে থাকা বিজেপির দলীয় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুড়ে ছাই হয়ে যায় বিজেপির ওই দলীয় কার্যালয়টি। দুস্কৃতিদের টাঙির আঘাতে গুরুতর জখম হন শান্তি বাগদী নামের … Read more