অবৈধকয়লা বাজেয়াপ্ত করতে গিয়ে আক্রান্ত ইসিএল এর নিরাপত্তা কর্মী
বারাবনি থানার অন্তর্গত মোহনপুর কয়লা খনির সংলগ্ন খয়রাবাদ গ্রামের শিবমন্দিরের নিকটে গোপন সূত্রে খবর পেয়ে অবৈধকয়লা বাজেয়াপ্ত করতে গিয়ে অবৈধকয়লা কারবারিদের হাতে আক্রান্ত হন ইসিএলের নিরাপত্তা আধিকারিক দিলীপ প্রসাদ !অভিযোগ রবিবার বিকালে সালানপুর ইসিএলের নিরাপত্তা আধিকারিকের কাছে গোপনসূত্রে খবর পেয়ে বারাবনি থানার অন্তর্গত মোহনপুর কয়লা খনি সংলগ্ন খয়রাবাঁধ গ্রামের শিবমন্দির এলাকাতে বিপুল পরিমান অবৈধকয়লা মজুত … Read more