বর্ধমানে রান্নার গ্যাসের ভিতরে জল

রান্নার গ্যাস সিলিন্ডারের দাম প্রায় হাজার ছুঁইছুঁই। তবে এই টাকা দিয়ে যে সিলিন্ডার ভর্তি গ্যাসই পাওয়া যাবে, তার কিন্তু কোনও মানে নেই। বরং সে গ্যাস সিলিন্ডারের ভিতর কেজিকয়েক জল (water) ভরা থাকতে পারে! ঠিক এই অবাক করা ঘটনা ঘটেছে বর্ধমান শহরে।সেখানকার বাসিন্দা আঁখি সিনহার দাবি পরপর দু’বার তাঁর রান্নার গ্যাস অস্বাভাবিকরকম দ্রুত ফুরিয়ে যায়। এই … Read more