সরকারি স্কুলের শিক্ষক নিয়োগের পরীক্ষায় টুকলি করতে অভিনব পন্থা

সরকারি স্কুলের শিক্ষক (Teachers) নিয়োগের পরীক্ষায় টুকলি করতে অভিনব পন্থা আবিষ্কার করলেন বেশ কিছু পরীক্ষার্থী। ধরা পড়ে পুলিশের জালেও জড়ালেন অন্তত ৪০ জন। তাঁদের টুকলির ধরণ দেখে তাজ্জব পরীক্ষক থেকে শুরু করে পুলিশ, সকলেই। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বিভিন্ন জেলায়।রাজস্থান এলিজিবিলিটি এগজামিনেশন ফর টিচার্স বা রীট পরীক্ষা ছিল রবিবার। তাতে টুকলি করার জন্য হাওয়াই চপ্পলের … Read more