খুন করে ঘরের মধ্যে পুঁতে দেওয়ার ঘটনায় দেহ তোলার কাজ শুরু হলো

তিন বছর আগে নিজের মাকে খুন করে ঘরের মধ্যে পুঁতে দেওয়ার ঘটনায় বুধবার সকাল থেকে দেহ তোলার কাজ শুরু হল। আদালতের অনুমতি নিয়েই দেহ তুলে পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। ঘটনাটির জেরে চাঞ্চল্য ছড়ালো বর্ধমানের হাঁটুদেওয়ানের পীরতলা এলাকায়। বছর পঞ্চান্নের সুখরুনা বিবি ২০১৯ সালের জানুয়ারি মাস থেকে নিখোঁজ ছিল। বিভিন্ন জায়গায় খোঁজ করার পর … Read more