তৃণমূলের সাংসদ সংখ্যা ২২ থেকে যেমন হলো ২০, তেমনি বিজেপির সাংসদ সংখ্যা ১৮ থেকে বেড়ে হলো ২০
ছেলে শুভেন্দুর কথামতো অমিত শাহের সভায় তিনি গেলেন ঠিকই, কিন্ত হাতে বিজেপির পতাকা তুলে নিলেন না। উল্টে তিনি তৃণমূলের দিকে আঙ্গুল তুলে বললেন, আমাকে তো ঠেলে পাঠিয়ে দেওয়া হলো বিজেপিতে। কার্যত, বিজেপির মঞ্চে উপস্থিত থেকে শিশির অধিকারী মূলত তৃণমূলকে একদিকে যেমন শিষ্টাচারের বার্তা দিয়ে গেলেন তেমনি, মনে অনেক কষ্ট অনেক বেদনা নিয়ে তিনি যে তৃণমূল … Read more