কোটি টাকায় শোভনের বাড়ি কিনলেন বৈশাখী , বাড়ি ছাড়তে বললেন রত্না চ্যাটার্জিকে

শোভনের বেহালার বাড়ি কোটি টাকায় কিনে নিলেন বৈশাখী‌। শনিবার মালিকানা হস্তান্তর হয়েছে বলে খবর। বাড়ির মালিকানা তাঁর নামে যেতেই রত্না চ্যাটার্জিকে বাড়ি ছাড়ার কথা বলেন বৈশাখী। এমনকী, রত্না সসম্মানে বাড়ি না ছাড়লে তাঁকে আইনি নোটিস দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।জানা গিয়েছে, এখন বাড়িতেই থাকেন শোভন। অসুস্থতার পাশাপাশি রত্নার সঙ্গে ডিভোর্স-সহ আরও বেশ কিছু মামলার … Read more