আরজি কর হাসপাতাল এত রাক্ষসের একটা জায়গা বুঝতে পারিনি
আজ তাঁদের বাড়িতে হয়তো পুজোর প্রস্তুতি চলত শেষ মুহূর্তের আলোচনা করা হত,সেই অভিশপ্ত রাতটা না এলে।মেয়েকে স্বপ্নের প্রতিষ্ঠানে ভরতি করার সময়ও ভাবতে পারেননি।দেবীপক্ষের আগের সন্ধ্যায় কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতা তরুণীর বাবা। রবীন্দ্র সদনে দাঁড়িয়ে তিনি বললেন, ‘আমি মেয়েটাকে আরজি করে দিয়েছিলাম। সে গিয়েছিল রোগী পরিষেবা দিতে, পড়াশোনা করতে। আর সেই প্রিন্সিপাল প্রমাণ লোপাটের দায়ে জেলবন্দী। … Read more