খোস বাগানের যান জট কমাতে ওয়ান ওয়ে করতে চলেছে জেলা প্রশাসন

রোগীদের স্বার্থে খোস বাগানের যান জট কমাতে আগামী 25শে আগষ্ট থেকে বর্ধমান খোসবাগান এলাকার নারকেল বাগান থেকে সদর থানার কাট আউট পর্যন্ত ওয়ান ওয়ে করতে চলেছে জেলা প্রশাসন।টোটো, গাড়ি, সহ সকলকে সতর্ক করতে বৃহস্পতিবার খোসবাগান এবং শহরের বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার করা হচ্ছে জেলা প্রশাসনের পক্ষথেকে। বর্ধমান শহরের গুরুত্ব পূর্ন রাস্তা হলো খোসবাগান।খোসবাগান এলাকাতে … Read more