বিধায়ক পদ খারিজ হলেও মুকুল ও শুভ্রাংশুর পাশে তৃণমূল
একুশের বিধানসভা নির্বাচনে নদিয়া জেলার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রার্থী হয়েছিলেন মুকুল রায়। জিতেও যান সেই ভোটে। কিন্তু তারপরে পরেই শিবির বদল করতে বিন্দুমাত্র সময় নেননি তিনি। বিজেপি ছেড়ে চলে এসেছেন তিনি ঘাসফুল শিবিরে।তাও একা আসেননি, সঙ্গে এনেছেন পুত্র শুভ্রাংশুকেও। কার্যত রায় বাড়ির সঙ্গে বন্দ্যোপাধ্যায় পরিবারের সুসম্পর্ক আবারও গড়ে উঠেছে। সেই সুসম্পর্কের … Read more