২০০ থেকে তিনশো কোটির সম্পত্তি মালিক জীবনকৃষ্ণ

বীরভূমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে জীবনকৃষ্ণ সাহা।মুর্শিদাবাদের বড়ঞার বিধায়ক জীবনকৃষ্ণ সাহা কয়েকদিন ধরে শিরোনামে।গত কয়েকবছরে বিধায়কের উত্থান চোখে পড়ার মতো।একের পর এক জমি,বাড়ি তদন্তকারীদের চোখ কপালে তুলছে।জীবনকৃষ্ণের বাবার প্রচুর সম্পত্তি ছিল, বিঘার পর বিঘা জমি, একাধিক বাড়ি, তেলের কল-আরও কত কী। স্নাতকোত্তর পাশ করেন বিশ্বভারতী থেকে। হস্টেলে থাকতেন।বিধায়কের মায়ের প্রতিপত্তি কিছু কম ছিল না। জীবনকৃষ্ণের বাবার … Read more