কাশিপুর-বেলগাছিয়া আসনে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন মিঠুন!

আচমকাই কাশিপুর-বেলগাছিয়া আসনে কেন অতীতের সুপারস্টার করার সিদ্ধান্ত নিল বিজেপি শীর্ষ নেতৃত্ব? আসলে প্রথমে কাশিপুর-বেলগাছিয়া আসনের জন্য তৃণমূল কংগ্রেস নেতা তথা বিদায়ী বিধায়ক মালা সাহার স্বামী তরুণ সাহার নাম ঘোষণা করা হয়েছিল পদ্ম শিবির থেকে। কিন্তু তা করতে গিয়ে মুখ পোড়াতে হয়েছে। প্রার্থী তালিকা ঘোষণার পরেই তরুণবাবু জানিয়ে দেন, ‘তিনি বিজেপির প্রার্থী হতে মোটেও আগ্রহী … Read more