দু-বছর বন্ধ থাকার পর খুলছে শ্যামনগর ওয়েভারলি জুটমিল
টানা দুবছর ধরে বন্ধ শ্যামনগর ওয়েভারলি জুটমিল। মালিকানা হস্তান্তরের পর পুরোদমে খুলতে চলেছে এই মিল। তবে ওয়েভারলির নাম বদলে হয়েছে এভরিল ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেড। প্রসঙ্গত, ২০২০ সালের ১১ নভেম্বর সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ ঝুলিয়ে দিয়েছিল মিল কর্তৃপক্ষ। মিল খোলার দাবিতে বহু আন্দোলন করেছিল বিপন্ন শ্রমিকরা। তবুও মিল চালু হয়নি। মালিকানা হস্তান্তরের পর প্রায় … Read more