অঙ্গনওয়াড়ি কেন্দ্রে হাতির হানা
বাঁকুড়াঃ হাতির হানা অব্যাহত বাঁকুড়ার গ্রামে। এবার দলছুট এক দাঁতালের আক্রমণের শিকার হলো বেলিয়াতোড়ের ধনী পাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র। রাতের অন্ধকারে ঐ অঙ্গন ওয়াড়ি কেন্দ্রের দরজা ভেঙ্গে মজুত রাখা চাল, ডাল সহ অন্যান্য খাদ্য সামগ্রী খেয়ে ও নষ্ট করে ঐ হাতিটি। শুক্রবার ভোরের এই ঘটনায় ঐ এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।