‘জনগণের গর্জন/বিরোধীদের বিসর্জন’
রাস্তায় দাঁড়ানো মানুষের কাছে গেলেন বার বার। বর্ধমান শহরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রোড-শোয়ে এমনই নানা মুহূর্ত। মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার নামে স্পন্দন কমপ্লেক্সে ৪টে ৪০ মিনিট নাগাদ।স্বপন দেবনাথ,জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তাঁকে অভ্যর্থনা জানান। আদিবাসী নাচ, বাজনার তালে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী। ‘জনগণের গর্জন/বিরোধীদের বিসর্জন’পুরো রাস্তা জুড়ে বেজেছে। প্রায় সাড়ে তিন কিলোমিটার রাস্তা হাঁটেন মুখ্যমন্ত্রী। অরূপ বিশ্বাস ও বর্ধমান-দুর্গাপুরের তৃণমূলের … Read more