চালু হলো কিষাণ রেল , কৃষক শিবিরে খুশির হাওয়া
খুশির হাওয়া বইতে শুরু করল উত্তরের কৃষি বলয়ে। উত্তরবঙ্গের কৃষকদের দীর্ঘদিনের দাবি পূরণ করল রেল দফতর। চালু হল কিষান রেল। এর ফলে প্রথম স্থানীয় কৃষকরা অত্যন্ত কম খরচে জলপাইগুড়ি থেকে আগরতলা পর্যন্ত পাঠাতে পারবে তাদের কৃষিজাত পণ্য।আর মোট ভাড়া থেকে ৫০% ছাড় পাবেন কৃষকরা। এই ৫০% টাকা ভর্তুকি দেবে কেন্দ্রীয় কৃষি দফতর। আপাতত সপ্তাহে একদিন, … Read more